ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭৬৪

রামদেবর করোনার ওষুধ ধরা, বিজ্ঞাপন বন্ধ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৫ ২৩ জুন ২০২০  

 

৭ দিনের মধ্যে শতভাগ করোনা সারিয়ে দেবে৷ এমনই দাবি করে আজ মঙ্গলবার করোনার আয়ুর্বেদিক ওষুধ লঞ্চ করেছে ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ৷ তবে মাত্র কয়েক ঘণ্টা যেতে না যেতেই রামদেবের কপালে শনির রাহু ভর করেছে।

পতঞ্জলির কাছ থেকে ওই আয়ুর্বেদিক ওষুধের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়৷ একই সঙ্গে মন্ত্রণালয় রামদেবের সংস্থাকে নির্দেশ দিয়েছে, যতক্ষণ না প্রয়োজনীয় সব পরীক্ষায় প্রমাণ হচ্ছে, এই ওষুধে করোনা সেরে যায়, তত দিন ওষুধটি নিয়ে কোনো রকম বিজ্ঞাপনী প্রচার করা যাবে না৷

পতঞ্জলির ওই ওষুধের নাম করোনিল৷ রামদেবের দাবি, দেশজুড়ে ২৮০ জন করোনা আক্রান্ত রোগীর শরীরে ট্রায়াল দিয়ে সাফল্য মিলেছে৷ করোনা কিট-সহ করোনিল নামক ওই ওষুধের দাম রাখা হয়েছে ৫৪৫ টাকা৷ এক সপ্তাহের মধ্যেই দেশজুড়ে মিলবে ওই ওষুধ৷
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর